ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ হাজার অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জে ২ হাজার অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জে¡ ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক কর্মস‚চির অংশ হিসেবে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ২ হাজার শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করেন 'আমাদের চেষ্টা ফাউন্ডেশন'। ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার'স লিমিটেডের সহযোগিতায় ওই ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইলিয়াস সিরাজী তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।

এজন্য সমাজের বিত্তশালীসহ সকলের উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতার্ত ও গরীব অসহায়দের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) স্থানীয় সরকার গনপতি রায়, ওই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ ঐশী সিরাজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ফজলে রাব্বী, ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহান, ওই সংগঠনের কর্মকর্তা সৈয়দ নবীন সিরাজী প্রমূখ। এ সময় জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কম্বল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত